কুমিল্লা দাউদকান্দিতে মা ও শিশুপুত্রের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাগলপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে খালেদা আক্তার (২২) নামের এক গৃহবধূ ও তাঁর শিশুপুত্র আবু সাইদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দাউদকান্দি থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, বিষপানে মারা গেছে মা ও শিশু।

নিহত খালেদা আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার মিরাখোলা গ্রামের আবদুল বারেকের মেয়ে।

খালেদার মা ফিরোজা বেগম জানান, খালেদা আক্তার দাউদকান্দির শহীদনগর সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজে শ্রমিক হিসেবে কাজ করত। ওই কারাখানার কর্মী চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছাড়া গ্রামের আবু বকর ছিদ্দিকের সঙ্গে খালেদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। সন্তান জন্মের পর কাজ ছেড়ে দেয় খালেদা ও ভাড়া বাসায় ওঠে। পরে আবু বকরও কাজ ছেড়ে দেয়।

খালেদার প্রতিবেশী নাজমা আক্তার বলেন, সকালে খালেদার ঘরের দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মা ও শিশুটির লাশ উদ্ধার করেছে।

সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাসুদ আলম বলেন, এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে বিষপানের ঘটনা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সূত্রঃ প্রথম আলো

আরো পড়ুন