কুমিল্লা নগরীর ১৯১ টি স্থান কোরবানীর পশু জবাইয়ের জন্য নির্ধারণ

মারুফ আহমেদঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীতে কোরবানীর পশু জবেহ নিশ্চিতকরণে গৃহীত কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সিটিকরপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছেন নগর পিতা।

বিকেল ৩ টায় অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঈদুল আযহার কোরবানীর পশু জবেহ নিশ্চিত করণে সিটি করপোরেশন এর পক্ষ থেকে গৃহীত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নগর পিতা জানান, কুমিল্লা মহানগরীর ২৭ টি ওয়ার্ডেও ১৯১ টি স্থান এবার কোরবানীর পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট স্থানে পশু জবাই নিশ্চিত করণসহ মানসম্মত চামড়া উৎপাদনে জেলা প্রানীসম্পদ দপ্তরের সহযোগীতায় কসাইদের প্রশিক্ষণ প্রান করা,পশু জবেহ করার নির্ধারিত স্থানের তালিকা সম্বলিত লিফলেট নগরবাসীর মাঝে বিতরণ , নগরীর মসজিদসমুহে পবিত্র জুম্মার দিন ইমামদের মাধ্যমে মুসুল্লীদের মাঝে লিফলেট বিতরণ , কোরবানীর জন্য নির্ধারিত স্থানের তালিকা স্থানীয় পত্রিকায় প্রকাশ , নগরীতে কোরবানীর পশু জবেহর তালিকাসহ বিল বোর্ড স্থানীয় ৪ টি পশুর হাটে স্থাপন , প্রতিটি ওয়ার্ডসহ নির্ধারিতস্থানে ব্যানার স্থাপন , নির্ধারিতস্থানে পশু জবেহর আহবান জানিয়ে ৯ আগষ্ট থেকে ১১ আগষ্ট নগরীতে মাইকিং , কোরবানীদাতাদের বাড়িতে কোরবানীর স্থান উল্লেখপূর্বক এসএমএস ও স্লিপ প্রদান করা হচ্ছে , কোরবানীর বর্জ্র স্বাস্থ্যসম্মতভাবে অপসারণের জন্য নগরবাসীর মাঝে ১৫ হাজার ব্যাগ বিতরণ করা , ঈদের দিন দুপুর ২টা থেকে নগরীর ২৭ টি ওয়ার্ডে ২৮ টি ট্রাকের মাধ্যমে কোরবানীর পশুর বর্জ্র অপসারন , বর্জ্র অপসারণে ২৬২ জন শ্রমিক নিয়োগ ,ঈদের পরদিন আরো অতিরিক্ত ৩৬ জন শ্রমিক নিয়োগ , পরিবেশ দূষণমুক্ত রাখতে ২ হাজার কেজি ব্লিচিং পাউডার ২৭ টি ওয়ার্ডে সরবরাহ,পশু জবেহর নির্ধারিতস্থান নিশ্চিত ও তদারকিতে মনিটরিং কমিটি গঠন ছাড়াও পশুর হাটে ডেঙ্গু হেল্প ডেস্কসহ মশকমুক্ত করার কার্যক্রম , রাত ৮ টার মধ্যে বর্জ্র অপসারণের চ্যালেঞ্জ প্রদান এর বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি আরো জানান, নগরীর আন্তঃজেলা বাস টার্মিনাল,রেলওয়ে প্লাটফরমসহ গুরুত্বপূর্ণস্থানগুলোতে ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমান চিকিৎসা সেবার বিষয়টি অবহিত করেন। এসময় নগরীর ২৭ টি ওয়ার্ডেও কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন