কুমিল্লা পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

মারুফ আহমেদঃ কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেল, বিভিন্ন ব্যাংকের ২১টি লিখিত অলিখিত চেক, ষ্ট্যাম পেপারসহ মনির হোসেন ও তাঁর তিন সহযোগীকে গ্রেফতার করেছে। রোববার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানান পুলিশ।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে জানান, থানার এস আই মোঃ মোয়াজ্জেম হোসেন তাহার সঙ্গীয় ফোর্সসহ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেজবাহ উদ্দিন ভূঞা এর নেতৃত্বে এস আই রাজীব চন্দ্র কর, এএসআই গোলাম মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় রোববার রাত আড়াইটায় বুড়িচং থানাধীন ষোলনল ইউনিয়নের শিবরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ একই ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর গ্রামে আবদুর রাজ্জাক প্রকাশ রাজ্জাক ড্রাইভারের পুত্র মনির হোসেন (২৮)’কে গ্রেফতার করে। পরবর্তীতে মনিরের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই রাত ৪ টায় তাঁর বাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশ মনিরের ঘর থেকে আরো ৩ টি চোরাই মোটর সাইকেল, বিভিন্ন ব্যাংকের ২১টি অলিখিত/লিখিত চেক, বিভিন্ন লোকের স্বাক্ষরিত কয়েকটি ষ্ট্যাম্প পেপার উদ্ধার করে। পুলিশ এ সময় মনিরের বাড়ী থেকে তার ছোট ভাই স্বপন আহাম্মদ প্রকাশ পাখি (২৪), উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোঁড়া গ্রামের আবদুল জলিলের পুত্র মোঃ রাব্বি (২৪), উপজেলার ষোলনল ইউনিয়নের শিকারপুর গ্রামের আতাউর রহমানের পুত্র কাউয়ূম প্রকাশ প্রিন্স’কে আটক করে।

এ ঘটনায় পুলিশ বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক গতকাল সোমবার আসামীদের কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ কেরেছেন।

আরো পড়ুন