কুমিল্লা প্রবাস ফেরত যুবককে পিটিয়ে দু’পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদকঃ সিনএজি যোগে শ্বশুরবাড়ীতে যাওয়ার পথে রাস্তায় সিএনজি থামিয়ে মোঃ মামুন রানা নামে মালদ্বিপ ফেরত এক যুবককে পিটিয়ে দু’পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদল মামুনের মাথায় ও পায়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে। বর্তমানে আহত মামুন মুমুর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনাটি ঘটেছে গতকাল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া গ্রামে। এ ঘটনায় আহত যুবকের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে।

মামলার বিবরণে জানা যায়, মালাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মোঃ মামুন রানা সম্প্রতি মালদ্বিপ থেকে ছটিতে বাড়ীতে আসে। সে তাঁর নিজ বাড়ী থেকে সিএনজি যোগে দেবিদ্বার উপজেলার জাফারগঞ্জ শ্বশুর বাড়ীতে যাওয়ার পথে বাড়ী কিছু দূর পৌছালে একই এলাকার মৃত আঃ রশীদের ছেলে মিজান ডাকাত, শাহ আলম মিয়ার ছেলে আবু কাউসার, আঃ মান্নানের ছেলে রোকন ভূইয়া, জজু মিয়ার ছেলে মোঃ রনি, সাধন চন্দ্র সূত্রধরের ছেলে স্বপন চন্দ্র সূত্রধর সহ অজ্ঞাত আরো ২/৩ জনের স্বসস্ত্র একটি সন্ত্রাসীদল তাঁর সিএনজির গতীরোধ করে। এসময় সন্ত্রাসীরা মামুনকে টেনে-হেচড়ে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুটি পা ভেঙ্গে ফেলে। সন্ত্রাসীদের আঘাতে মামুন মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁর মাথা সহ বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক ভাবে জথম করে। সন্ত্রাসীদল এসময় মামুনের সাথে থাকা নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। মামুনের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। স্থানীয়রা মামুনকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মামুন’কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় মামুনের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

আরো পড়ুন