কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

শাহাদাত বিপ্লবঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইটি সোসাইটি ও আইকিউএসি এর যৌথ আয়োজনে ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং ও অনলাইন ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আইকিউএসি এর পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ রাজু, আইটি সোসাইটির সভাপতি সাইয়েদ মাখদুম উল্যাহসহ আইটি সোসাইটির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের আগ্রহী শিক্ষার্থীরা।

আইটি সোসাইটির সাধারণ সম্পাদক ফাহমিদ হাসান অনিক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী আউটসোর্সিং এর বিভিন্ন সম্ভাবনার দিক তুলে ধরে শিক্ষার্থীদের আউটসোর্সিং এ ক্যারিয়ার গড়ার প্রতি গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন