কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল প্রায় এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন প্রকৌশল অনুষদের চারতলা ভবন থেকে পড়ে আহত হন তিনি। তার নাম শহিদুল ইসলাম। আহত শহিদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের নির্মাণকাজ চলার সময় চারতলা থেকে নিচে পড়ে যান শহিদুল। এ সময় তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠান।

ঘটনাস্থলে থাকা শ্রমিকরা বলেন, ‘আমরা কাজ করছিলাম। হঠাৎ শহিদুল ওপর থেকে পড়ে যান। মনে হয় তিনি কোমরে ব্যাথা পেয়েছেন।’

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন ভুঁইয়া বলেন, ‘কোমরের হাড় ভেঙ্গে যেতে পারে শহিদুলের। অবশ্য তার জ্ঞান ছিলো। কথাবার্তাও স্বাভাবিক ছিলো। চিকিৎসার জন্য আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠিয়েছি।’

সূত্রঃ ইত্তেফাক

আরো পড়ুন