কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ড. আসাদুজ্জামান

প্রায় তিন বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পেল নতুন ট্রেজারার। দীর্ঘদিন শূন্য থাকা এই পদটিতে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজের স্বাক্ষরে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘২ জুলাই আমরা প্রজ্ঞাপন পেয়েছি। নতুন ট্রেজারার হিসেবে ঢাবি অধ্যাপক আসাদুজ্জামান দায়িত্ব পেয়েছেন।’

বিশ্ববিদ্যালয়টিতে ২০১৭ সালের ২৪ এপ্রিল তৎকালীন ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপীদাসের মেয়াদ শেষ হয়। শূন্য থাকা এই পদটিতে প্রায় তিন বছর পর নতুন কেউ নিয়োগ পেলেন। যদিও এখনও বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে উপ-উপাচার্যের পদটি খালি রয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান জানান, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার সম্পর্কটা নতুন নয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের দায়িত্বে ছিলাম, বেশ কয়েকজন শিক্ষকের সাথেও আমার সৌহার্দ্য আছে। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।’

উল্লেখ্য, এর আগে অধ্যাপক ড. আসাদুজ্জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের দায়িত্বও পালন করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী ট্রেজারার হিসেবে আগামী ৪ বছর দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন