কুমিল্লা বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইরের করুন মৃত্যু

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার সদর আরাগ আনন্দ পুর পশ্চিম পাড়া গ্রামের মো: সাকিব(৫) ও জিসান (৫) নামের দুই ভাই খেলার ছলে পুকুরের পানিতে ডুবে করুন মৃত্যু হয়।সাকিব ও জিসান দুই জন আপন চাচাত ভাই ।দুই জনে স্থানীয় আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্র জানায় মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের আরাগ আনন্দ পুর গ্রামের আব্দুল মজিদ(মাজু মিয়া ) বাড়ির মো: জাকির হোসেনের ছেলে মো: সাকিব(৫) ও মো: ইমন হোসেনের ছেলে জিসান (৫), নামের দুই আপন চাচাত ভাই বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে খেলতে এসময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। এসময় সাকিবের পিতা মো: জাকির হোসেন পুকুরের অপর প্রান্ত থেকে জাল দিয়ে মাছ ধরছিল। এক সময় দেখেন শিশু ২টি পুকুর পাড়ে নেই ।সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে এসে দেখেন একটি শিশু জিসান পানিতে ভাসছে তখন তিনি সোর চিৎকার করলে আশে পাশের লোক জন এগিয়ে এসে পানির নীচ থেকে সাকিবকে সহ উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্য রত চিকিৎসক শিশু ২টিকে মৃত্যু ঘোষনা করে। শিশু ২টির করুন মৃত্যুতে তাদের পিতা মাতা আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে এবং এলাকায় বইছে শোকের মাতম।

আরো পড়ুন