কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাশের হার ৮৮.৮০%

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ। এ বছর কুমিল্লা বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়।

গতবছর কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৪২ জন শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডে ২ লাখ ৭৪ হাজার ৩০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ২ লাখ ৪০ হাজার ৬২২ জন শিক্ষার্থী, যার মধ্যে ৯৯ হাজার ৯২৮ জন ছাত্র এবং ১ লাখ ৪০ হাজার ৬৯৪ জন ছাত্রী।

জেএসসি পরীক্ষায় এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে ছাত্রদের পাসের হার ৮৯ দশমিক ৩৫ ভাগ ও ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ৪১ ভাগ।

গত ২ নভেম্বর থেকে শুরু হয় জেএসসি-জেডিসি পরীক্ষা। ১১ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা এবং ১৩ নভেম্বর পর্যন্ত জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল । এদের মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষার্থী ছিলেন। সারাদেশে মোট ২৯ হাজার ২৬২ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন