কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ফ্রেশার রিসেপশন এন্ড অরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ফ্রেশার রিসেপশন এন্ড অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপচার্য্য প্রফেসর ড. এমরান কবীর।

ব্রিটানিয়া বিশ্ববিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভুইয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. এমরান কবীর বলেন, সমাজে মর্যাদা পেতে চাইলে গায়ের শক্তিতে নয়, মাথার শক্তিতে বলীয়ান হতে হবে। শিক্ষাকে ব্যবসা না মনে করে বিনিয়োগ মনে করলে সবার লাভ। এখান থেকে যে মেধাবী ছাত্ররা বের হবে এরাই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে।

আরো পড়ুন