কুমিল্লা মেডিকেলে প্লাজমা থেরাপী কার্যক্রম উদ্বোধন

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্লাজমা থেরাপী কার্যক্রমের উদ্বোধন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি। আর প্রথম ডোনার হিসেবে প্লাজমা দান করছেন করোনা জয়ী কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল। গতকাল শনিবার দুপুরে ভার্চুয়েল মাধ্যম জুম এর মাধেমে অতিথিবৃন্দ যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন,কুমিল্লা মেডিকেল কলেজে প্লাজমা থেরাপী মেশিন স্থাপনের মধ্যে দিয়ে আমাদের ঐতিহ্যের কুমিল্লায় চিকিৎসা সেবার পরিধি আরও এক ধাপ এগিয়ে গেল। এখন সংকটাপন্ন কোভিড-১৯ আক্রান্ত রোগী এ হাসপাতালে প্লাজমা নিতে পারবে – এটা সময়োপযোগী পদক্ষেপ। বর্তমান সংকট উত্তরণে কুমিল্লার জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,স্বাস্থ বিভাগ ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা একযোগে যেভাবে কাজ করে কুমিল্লার মানুষ এর সুফল পাচ্ছে। এখন সবছেয়ে বেশি প্রয়োজন সকল পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে সামাজিক দূরত্ব নিশ্চিত করা,স্বাস্থ্য বিধি মেনে চলা। চলমান সংকট কাটিয়ে উঠতে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী যে নির্দেশনা প্রদান করেছেন আমরা সবায় মিলে তা বাস্তবায়ন করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্লাজমা থেরাপী কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়েল মাধ্যম জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, বিএমএ কুমিল্লা জেলা সভাপতি ডা. বাকী আনিছ, সাধারন সম্পাদক আতাউর রহমান জসিম ও প্লাজমা বিভাগের প্রধান অধ্যাপক ডা.মিজানুর রহমান। অনুষ্ঠান স ালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবদুল আউয়াল সোহেল।

উল্লেখ্য, কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের একান্ত প্রচেষ্ঠায় কুমিল্লা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার পিসিআর মেশিন স্থাপনের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ইউনিট চালু করা হয়েছে। গত ৩ জুন কুমিল্লা মেডিকেল কলেজে ১০ টি আইসিইউ সহ ১৫৫ বেডের করোনা হাসপাতালের যাত্রা শুরু হয়। বর্তমানে এ ইউনিটে ১৮ টি আইসিইউ বেড রয়েছে। আইসিইউ বেডের চাহিদা বাড়ায় গত মাসে হাজী বাহার এমপির ব্যাক্তিগত উদ্যেগে সরাঞ্জামসহ ৩ টি আইসিইউ বেড প্রদান করেন।

আরো পড়ুন