কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ চিকিৎসক করোনায় আক্রান্ত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচজন চিকিৎসক ও ৯ জন নার্সসহ ১৯ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

শুক্রবার সকালে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ছয় শতাধিক চিকিৎসক ও নার্স কর্মরত আছেন। ২০ জন করোনা রোগী ভর্তি আছেন। তাদের সেবা দিতে গিয়ে পাঁচজন চিকিৎসক, ৯ জন নার্স ও পাঁচ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ডা. মুজিবুর রহমান আরো জানান, আক্রান্ত ১৯ জন ফ্রন্টলাইনে থেকে করোনা রোগীদের চিকিৎসা দিয়েছেন। তাদেরও আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো পড়ুন