কুমিল্লা লাকসাম আখাউড়া ডাবল রেল লাইনে আংশিক ট্রেন চলাচল শুরু

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতাঃ লাকসাম আখাউড়া ডাবল রেল লাইন প্রকল্পের অধীন নবনির্মিত আংশিক (লাকসাম-লালমাই) রেলপথে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। গতকাল লাকসাম রেলওয়ে জংশন আউটার এলাকায় ঢাকা চট্টগ্রাম রেলপথের পুরাতন লাইন থেকে আনুষ্ঠানিক ভাবে নতুন রেল লাইনে সংযোগ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ওই প্রকল্পের জিএম ও প্রকল্প পরিচালক ডি এন মজুমদার, চট্ট্রগ্রাম রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিনসহ রেলওয়ে ও ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স এর উর্দ্ধতন কর্মকর্তা এবং পরামর্শকবৃন্দ।

স্থানীয় রেলসূত্র জানায়, সম্পূর্ন প্রকল্পের ৭২ কিলো মিটার এ রেলপথটি ২০২০ সালে এবং এর আগে ২০১৯ সালের অক্টোবরে লাকসাম কুমিল্লা অংশের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন