কুমিল্লা শহিদ মিনারে জনতার ঢল

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহিদ মিনারে জনতার ঢল নামে।

২১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু করার পর প্রথমেই প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় এমপি আকম বাহা উদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, ডিসি আবুল ফজল মীর ও এসপি সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাতে প্রায় অর্ধশতাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং শুক্রবার সকালে শতাধিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

সূত্রঃ ডেইলি বাংলাদেশ

আরো পড়ুন