কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক লুৎফুরনাহার লাকী। কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন নার্গিস আফরোজ, কাজী মোহাম্মদ ফারুক,রাজিবুল ইসলাম প্রমুখ মুজিবনগর সরকারের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।তারা মুজিবনগর সরকারের গঠন, যুদ্ধকালীন কার্যক্রম বিশেষত-নিয়মিত ও অনিয়মিত বাহিনী গঠন, সেক্টর ব্যবস্থাপনা, কূটনৈতিক কার্যক্রম দ্বারা বিশ্বজনমত সৃষ্টি, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় মুজিবনগর সরকারের গৃহীত পদক্ষেপসহ নানা দিক তুলে ধরেন।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকে সঠিকপথে পরিচালনা করে দেশমাতৃকাকে দখলদার বাহিনীর হাত থেকে মুক্তকরণে মুজিবনগর সরকারের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সত্যিকারের দেশপ্রেমিক হতে জাতীয় ইতিহাস পাঠের উপর গুরুত্ব আরোপ করেন এবং উন্নত বাংলাদেশের যোগ্যতম নাগরিক হতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

আরো পড়ুন