কুমিল্লা সিটি কর্পোরেশনের জামায়াত সমর্থিত কাউন্সিলর আটক

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১ নম্বর ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর গোলাম কিবরিয়াকে আটক করা হয়েছে। রোববার বিকেলে তাকে নগরীর নিজ এলাকা থেকে আটক করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে গোলাম কিবরিয়াকে আটক করা হয়েছে। তাকে আটকের পর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় নেয়া হয়। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে নিয়ে অভিযান চালাচ্ছিল। তবে গোলাম কিবরিয়ার পরিবারের দাবি তার বিরুদ্ধে থাকা সবগুলো মামলাতেই তিনি জামিনে আছেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, কাউন্সিলর গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হন জামায়াত সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া। ১১ মে শপথ গ্রহণের দিন ঢাকায় এলজিইডি ভবনের সামনে থেকে শপথ গ্রহণের আগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

আরো পড়ুন