কুমিল্লা সিটি ফাউন্ডেশন উদ্যোগে গুণীজন সংবর্ধনা

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা সিটি ফাউন্ডেশন উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেছা অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জামাল খন্দকারের সভাপতিত্বে এই সম্মাননা দেয়া হয়।

গুনীজনরা হলেন, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাঃ মো: মুজিবুর রহমান, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এ কে এম জামাল খাঁন অদুদ, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, এডভোকেট সৈয়দ নূরুর রহমান, সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সাংবাদিক গোলাম কিবরিয়া, মানবাধিকার নেতা এ এইচ এম তারিকুল ইসলাম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, এড মাহবুবুর রহমান।

বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ,যুগ্ম সম্পাদক মো: আনোয়ার হোসেন, সমাজ সেবা কল্যান সম্পাদক মো: মঞ্জুর রহমান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,

নির্বাহী সদস্য হাসানুল কবির সোহেল, গিয়াস উদ্দিন, মনির হোসেন, হেলাল উদ্দিন, আবুল কালাম, এহতেশামুল হক জাবেদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালণা করেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ গোলজার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান।অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি। তার জন্য দোয়া কামনা করা হয়।

সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় শিক্ষা সামগ্রী, শীত বস্ত্র, অন্ধ প্রতিবন্ধীদের অনুদান, বিনামূল্যে অটো রিক্সা প্রদান, বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, এতিমদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রীসহ নানা সামাজিক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। সঠিক লক্ষ্য নিয়ে কাজ করলে সামাজিক সংগঠন সত্যিকার অর্থে সমাজে সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমাদের সকালর উচিত হবে সভাপতি সেক্রেটারী ইত্যাদি পদ পদবীর লোভ বিসর্জন দিয়ে সত্যিকার উন্নয়নমূলক কাজেন সংকল্প নিয়ে সংগঠন করা। তা করতে পারলে সম্ভব হবে সমাজের উন্নয়ন করা। তাহলে সাধারণ মানুষ সম্মানের সাথে ব্যক্তি ও সংগঠনকে স্মরণ করবে অনন্তকাল।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সাজিদ আহেম্মেদ।

আরো পড়ুন