কুমিল্লা সেনানিবাসে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২০১৮। দিবসটি উপলক্ষে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শণ ও শান্তিরক্ষা মিশনে নিহত ও আহত সেনা সদস্যদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে সেনানিবাসের মাল্টিপারপাস শেড এ আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাসের ৩৩পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল রাশেদ আমীন।

এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে নিহত ও আহত ৩০জন সেনা সদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা তুলে দেন। এ সময় সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, শান্তিরক্ষা মিশনে নিহত ও আহত সেনা সদস্যদের পরিবারের সদস্যদের এবং বিভিন্ন প্রিন্ট ইলেক্টনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন