কুমিল্লা স্টেডিয়ামে হতে যাচ্ছে আসন্ন বিপিএল ফুটবল!

ডেস্ক রিপোর্টঃ বিপিএলের চলতি মৌসুম শেষ। জাতীয় দল রয়েছে জাতীয় দলের অনুশীলনে। তবে, ২০১৯-২০ মৌসুমে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হতে পারে ফুটবল লীগ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি এবং বাংলাদেশ প্রিমিয়ারলীগ ফুটবলের চেয়ারম্যান আবদুস সালাম মুর্শিদি জানান, ক্লাবগুলো দাবি করেছে জোড় সংখ্যক দল নিয়ে প্রিমিয়ারলীগ হওয়ার এবং ঢাকা থেকে কাছাকাছি জায়গায় লীগের ম্যাচ হওয়া।

এর কাছাকাছি নতুন ভেন্যুর তালিকায় রয়েছে কুমিল্লা, নরসিংদী, কমলাপুর এবং আর্মি স্টেডিয়াম (ঢাকা)। কুমিল্লা স্টেডিয়াম শহরের প্রাণকেন্দ্রতে অবস্থান। তাছাড়া স্টেডিয়ামের গ্যালারী, মাঠ সব নতুন করেই গত ২-১ বছরে করা হয়েছে। নতুন করে করা হয়েছে সুইমিংপুলও।

তাছাড়া স্টেডিয়ামের পাশেই অবস্থিত ধর্মসাগড় পাড়, পার্ক, টাউনহল ইত্যাদি ইত্যাদি। ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব প্রায় ৯৬ কিলোমিটার। দেড়- ২ ঘন্টায় আসা যায়। কুমিল্লা স্টেডিয়ামে প্রিমিয়ারলীগ ফুটবল এর ম্যাচ শেষ পর্যন্ত হলে ভালোই হবে।

আরো পড়ুন