কুমিল্লা-৫ সংসদীয় আসনে আ.লীগের প্রার্থীতা ঘোষণা দিলেন ছালাম বেগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. আবদুছ ছালাম বেগ। বুধবার দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নতুন মুখের সম্ভাব্য প্রার্থী ছালাম বেগ জানান, বর্তমান এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে কেন্দ্রীয় পর্যায়ে সময় দিতে হচ্ছে। এছাড়া একজন আইনজীবী হিসেবে পেশাগত কারণে তাঁকে ঢাকায় থাকতে হচ্ছে। তাই গত প্রায় ১০ বছরে এ সংসদীয় আসনের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি, যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। তিনি বলেন, তৃণমূলে বিচরণ করে অনুভব করেছি এ আসনের জনগণ পরিবর্তন চায়, তারুণ্যদ্বীপ্ত নেতৃত্ব চায়। আমি গত প্রায় ৩০ বছর ধরে এলাকায় রাজনীতি করছি। আমার প্রতি জনগণের আস্থা আছে। আগামী নির্বাচনে আমি দলের মনোনয়ন চাইব এবং এ ব্যাপারে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ বেগ, আবদুস সাত্তার বেগ, হাজী সফিক, আবদুল ওহাব, মোঃ সাদেক, শাহ আলম প্রমুখ।

আরো পড়ুন