কুমেক হাসপাতাল পরিদর্শনে এমপি বাহার

ডেস্ক রিপোর্টঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসারত রোগীদের খোঁজ-খবর নিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। গতকাল রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি রোগীদের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন । তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিছিন্নভাবে না রেখে সকল রোগীদের পৃথক ফ্লোরে রেখে যথার্থ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া হাসপাতালের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে তাৎক্ষনিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর সাথে কথা বলে প্রতিদিন ১০ জন পরিচ্ছন্ন কর্মী ও মশা নিধনের ঔষধসহ একটি টিম কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সার্বক্ষনিক নিয়োজিত রাখার ব্যবস্থা করেন। এসময় কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক স্বপন কুমার অধিকারী সহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, রবিবার সকাল ৮ টায় হাজী বাহার এমপি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান। হাসপাতালে গিয়ে লক্ষ করেন, হাসপাতালের একাদিক ফ্লোরে অন্যান্য রোগীদের সাথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি এই বিষয়টিকে আমলে নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সকল রোগীকে একটি ফ্লোরে এনে চিকিৎসা দেওয়ার নির্দেশনা প্রদান করেন। সংসদ সদস্য কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর সাথে কথা বলেন। মেয়রকে আজ থেকে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ১০ জন পরিচ্ছন্ন কর্মী ও মশা নিধনের ঔষধসহ একটি টিম কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সার্বক্ষনিক দায়িত্ব পালনে নিয়োজিত করতে অনুরোধ করলে তাতে তিনি সম্মতি দেন। সংসদ সদস্য হাজী বাহার ডাক্তার ও চিকিৎসাকর্মীদের কাজে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আত্ম মানবতার সর্বোচ্চ প্রচেষ্টাদিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করে।

আরো পড়ুন