কোটা সংস্কারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও অবস্থান

শাহাদাত বিপ্লবঃ কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে পূবালী চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২ টায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কোটা প্রথা বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব হয়ে পূবালী চত্বরে ফিরে এসে আবার অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচী অব্যাহত রয়েছে বলে জানা যায়।

কোটা সংস্কার আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক এবং কুমিল্লা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মাযহারুল ইসলাম হানিফ বলেন, ‘আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী চাকরিতে কোটা সংস্কারের জন্য কর্মসূচি পালন করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

এ সময় কুমিল্লা বিশ^বিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা ওমেন্স কলেজ, কুমিল্লা সরকারী কলেজ, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন