কুমিল্লার হাফেজ মামুন সৌদি হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম

নিজস্ব প্রতিবেদকঃ সৌদি আরবে মালিক আঃ আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতায় বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুন ৭৩টি দেশের মধ্যে ১ম স্থান অধিকার করেছে। ১১ অক্টোবর সৌদি টিভিতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে। গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বাংলাদেশসহ মোট ৭৩টি দেশ। সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করল কুমিল্লার এ কৃতি সন্তান হাফেজ আবদুল্লাহ আল মামুন।

সে বিশ্ব দরবারে উজ্জল করেছে বাংলাদেশকে। হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্কারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র। সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

গত ৩ অক্টোবর সৌদিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অংশ নিতে বাংলাদেশের পক্ষ থেকে উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসানের সঙ্গে সৌদি যান আবদুল্লাহ আল মামুন। ইতোপূর্বেও সে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে।

গত বছর দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০১৬ এ বিশ্বের ৮৪টি দেশ অংশ গ্রহণ করে। ‘দুবাই অ্যাওয়ার্ড’ নামে পরিচিত এ প্রতিযোগিতা প্রতি বছর পবিত্র রমজান মাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই আসরে হাফেজ আবদুল্লাহ আল মামুন হিফজ গ্রুপে চতুর্থ স্থান এবং হুসনে সাউত তথা সুন্দর কণ্ঠের তিলাওয়াতের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেন।

এর আগেও মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করে। এছাড়াও হাফেজ মামুন ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

আরো পড়ুন