গ্রেপ্তার আতঙ্কে কুমিল্লা বিএনপি

নিজস্ব প্রতিবেদকঃ গ্রেপ্তার আতঙ্কে রয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। কুমিল্লা মহানগর সদ্য মনোনীত যুবদল সভাপতি জনপ্রিয় ছাত্রনেতা উৎবাতুল বারী আবু গত শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় এ আতঙ্ক তৈরী হয়েছে বলে জানায় দলের একটি সূত্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এধরনের গ্রেপ্তারে আতঙ্ক তৈরী হয়েছে তৃণমূলে এমনটাই বলছেন দলের একাধিক নেতা। জানা যায়, ছাত্রনেতা আবু বিএনপির জেলা দক্ষিণের সাধারন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের অন্যতম সহচর। তার গ্রেপ্তারে হাজী ইয়াছিনও বেশ বিব্রত, বিশেষ করে আগামী ২০১৮ সালেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপার্সনের কক্সবাজার সফরের আগেই আলাদা হয়ে যায় কুসিক মেয়র সাক্কু ও হাজী ইয়াছিন। তারপর থেকেই পৃথকভাবে নানা কর্মসুচী পালন করেন দুই নেতার অনুসারীরা। গত অক্টোবরে বিএনপির মহানগর নেতা আমিরুজ্জামান আমির সহ ৪জন গ্রেপ্তার হন। ওইসময় আবু ও ছাত্রদল দক্ষিণ জেলা সাধারন সম্পাদক নিজাম উদ্দিন কায়সার অল্পের জন্য গ্রেপ্তার হওয়া থেকে বেঁচে যান। পরে পুলিশের সাথে সংঘর্ষের মামলায় আটককৃত নেতারা এবং মামলায় অভিযুক্ত আসামীরা জামিন পান। কিন্তু শনিবার রাতে আবুকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পর থেকে নিরুত্তাপ আতঙ্ক বিরাজ করছে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলে।

আরো পড়ুন