চান্দিনার বিভিন্ন স্থানে ডা. প্রাণ গোপাল দত্তের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদকঃ চান্দিনা উপজেলা সদর, বরকইট, শ্রীমন্তপুর, ছায়কোট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন- প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত। শুক্রবার (২৯ জুন) সকালে তিনি চান্দিনা উপজেলা সদরের থানা রোড হতে চান্দিনা সরকারি হাসপাতাল পর্যন্ত বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ঘুরে ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক এই ভিসি। বিকালে পৌরসভার ছায়কোট, বরকইট, শ্রীমন্তপুরসহ বিভিন্ন এলাকা ও বাজারগুলোতে গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। শ্রীমন্তপুর বাজারে এক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্বাধীনতা পদক প্রাপ্ত এই খ্যাতনামা চিকিৎসক।

এসময় তার সাথে ছিলেন- কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পিপি এ্যাডভোকেট শাহজালাল মিয়া শিপন, সাবেক মেয়র আবদুল মান্নান সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মো. লিটন চৌধুরী, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, আওয়ামীলীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন দুলাল, জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ¦ মো. মনির খন্দকার, আওয়ামীলীগ নেতা মো. ইমাম হোসেন ফরিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকার, কাজী আখলাকুর রহমান জুয়েল, মো. মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমরি হোসেন আমু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু কাউছা, সাংগঠনিক সম্পাদক মো. সামিরুল খন্দকার রবি, যুবলীগ নেতা মো. শাহজাহান প্রমুখ।

আরো পড়ুন