চান্দিনায় অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী শোডাউন

নাজিম উদ্দিন ভূইয়াঃ কুমিল্লার চান্দিনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতার জানান দিয়ে ব্যাপক গণসংযোগ সহ শোডাউন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শুক্রবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে প্রায় ৫শতাধিক মোটরসাইকেল ও শতাধিক গাড়ি বহর নিয়ে উপজেলার কুটুম্বপুর থেকে শোডাউন শুরু করেন তিনি। এসময় চান্দিনার বিভিন্ন ইউনিয়ন ও হাট-বাজারে জনগণের সাথে কুশল বিনিময় করে এবং প্রচারপত্র বিতরণ করেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত জানান, রাজনৈতিক মাঠে এসে জনগণের শতস্ফুর্ত অংশ গ্রহণ পেয়েছি। আমাকে ভালবেসে সাধারণ জনগণ এগিয়ে এসেছেন। সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, সমাজ কল্যাণ সম্পাদক রোকন উদ্দিন ভূইয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য হারেছুল আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সরকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, জেলা জজ কোটের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুলের সহকারি পিপি এড. শাহজালাল মিঞা শিপন, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল করিম, শামছুল আলম,উপজেলা কৃষকলীগ আহবায়ক জামসেম আহমেদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম লবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আব্দুল মান্নান ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন দুলাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবু কাউসার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সায়দুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন