চান্দিনায় ভূয়া মাতৃভান্ডারের শো-রুমে অভিযান!

নিজস্ব প্রতিবেদকঃ মাতৃভান্ডারের নকল কারখানা ও শো-রুমের রমরমা ব্যবসা সম্পর্কিত সংবাদ প্রকাশিত হওয়ার পর গত বৃহস্পতিবার কুমিল্লা চান্দিনা উপজেলাধীন বাগুর বাজার রোডস্থ চান্দিনা থানাধীন বিশ্বরোডের উপরে শাহজালালের ভূয়া মাতৃভান্ডারের শো-রুমে বিশেষ অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম।

অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার নাঈমা ইসলাম পুলিশ সদস্যদের মাধ্যমে নকল মাতৃভান্ডারের প্রোপ্রাইটর ইউসূফের দোকানের সকল সাইনবোর্ড অপসারন করেন। এরপর তিনি চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় ফয়জুল্লাহ খাঁনের কুমিল্লার মাতৃভান্ডারের নামে ২য় নকল মাতৃভান্ডার শাখায় অভিযান পরিচালনা করে নগদ অর্থ ও মুচলেখা আদায় করেন। অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাঈমা ইসলামের সাথে কথা বললে তিনি জানান- আমি সংবাদপত্রে ও গোপন সূত্রে জানতে পারি যে, চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় কুমিল্লার মাতৃভান্ডারের নাম নকল করে ভেজাল মিষ্টি রসমলাই বিক্রয় হচ্ছে এমন সংবাদের আলোকে ভেজাল দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণে চান্দিনা থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত করি এবং অপরাধীদের ১২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করি। ভভিষৎতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন