চান্দিনায় ডা. প্রান গোপাল দত্তের মতবিনিময় সভা

নাজিম উদ্দিন ভূইয়াঃ সারা জীবন দেশ ও বিদেশের মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছি। এখন চিকিৎসা সেবার পাশাপাশি আপনাদের খাদেম হিসেবে থাকতে চাই বলে চান্দিনাবাসীর প্রতি আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত।

মঙ্গলবার দুপুরে চান্দিনার মহিচাইল গ্রামের সিংহ বাড়িতে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এ কথা বলেন। তিনি জানান, ‘কেউ কেউ বলেন, তিনি ডাক্তারী করবেন? না মানুষের সেবা করবেন? আমি ওই সব মানুষদের উদ্দেশ্যে বলছি; “যে রাধে, সে চুলও বাঁধে”।

তিনি বিশ্বের কয়েকজন গুনী রাজনৈতিক নেতাদের উদাহরণ টেনে বলেন ওইসব নেতারা এখনও দেশ পরিচালনার পাশাপাশি প্রতিদিন চিকিৎসা সেবা চালিয়ে আসছেন।

কুমিল্লা জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আবু তাহের ভূইয়া, সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সরকার, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, কুমিল্লা জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের সহকারি পিপি এড. শাহজালাল মিঞা শিপন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ সভাপতি মনির খন্দকার, উপজেলা যুবলীগ নেতা নাছির উদ্দিন দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, সাবেক উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন আজাদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার, ফজলুর রহমান, হারুন-অর রশিদ, মাজহারুল ইসলাম কাজল, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার, হারিছুল আলম, মনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আব্দুল মান্নান ভূইয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মোহাম্মদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলী আজগর গাজী, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন প্রমুখ।

কেন্দ্রিয় যুবলীগ নেতা মুজিবুর রহমান ও আওয়ামীলীগ নেতা জামসেদ আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি রইছ উদ্দিন, ইউপি মেম্বার আবু বকর ছিদ্দিকী, ইউনিয়ন যুবলীগ নেতা শাহজাহান প্রমুখ।

আরো পড়ুন