ছিনতাই ও ডাকাতি রোধে বিমানবন্দর সড়কের ঝোপঝাড় পরিষ্কার অভিযান

মাজহারুল ইসলাম বাপ্পি।।
আসন্ন ঈদ উল আযহা’কে সামনে রেখে ছিনতাই-ডাকাতি রোধে সামাজিক দায়বদ্ধতা থেকে একদল তরুণ সমাজসেবকদের উদ্যোগে শনিবার কুমিল্লা মহানগরীর বিমানবন্দর টু উপজেলা সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার অভিযান শুরু হয়। পরিষ্কার অভিযানের ফলে ওই সড়কে চলাচলকারীদের মাঝে স্বস্তি ফিরেছে।

এলাকাবাসীর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত এ পরিষ্কার অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এ মহৎ উদ্যোগটি আগামী প্রজন্মের জন্য সামাজিক কাজের অনুপ্রেরণার উৎস হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ সময় বিশিষ্ট সমাজসেবক ও মহানগর যুবলীগ সদস্য মো: আনোয়ার হোসেন,দিশাবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো: নজরুল ইসলাম মজুমদার,সমাজসেবক আব্দুল হালিম,কবির হোসেন,জামাল,আব্দুল ওহাব,জারজিচসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিশাবন্দ গ্রামের বাসিন্দারা জানান,গ্রামের অনেক লোক ঢাকাসহ বিভিন্ন এলাকায় থাকেন। ঈদ মৌসুমে অনেকে গ্রামে আসেন। রাত ১০টার পর গ্রামে সিএনজি অটোরিকশা আসতে ভয় পায়। কারণ এ রাস্তায় ঝোপঝাড় থাকার কারণে দুর্বৃত্তরা সেখানে ওৎ পেতে থেকে যাত্রীদের ওপর হামলা করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যেত। এখন রাস্তার দু’পাশ পরিষ্কার হওয়ায় চুরি,ডাকাতি,ছিনতাইয়ের মতো অপরাধ কমে যাবে বলে মনে করছি। রাতের আঁধারে চলাচল করতে কোনো অসুবিধা হবে না।

আরো পড়ুন