তিতাসে বিএনপি থেকে পদত্যাগ করলেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া

কুমিল্লার তিতাসে বিএনপি থেকে পদত্যাগ করলেন দলটির উপজেলার সহ-সভাপতি ও উপজেলা জাসসাস এর সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে পদত্যাগ করেন এই নেতা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলার কালাকান্দি তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ ঘোঘনা দেন।

মেহেদী হাসান সেলিম লিখিত বক্তব্যে জানান, তিনি দীর্ঘ ২০ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন, বর্তমানে তার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারনে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারতেছে না বিধায় বিএনপির সকল কর্মকান্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি ও বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। তবে বিএনপির সকল কর্মকান্ড থেকে নিজেকে সরিয়ে নিলেও সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিএনপির সাথে থাকবে বলে তিনি জানান।

এ বিষয়ে তিতাস উপজেলার বিএনপির সভাপতি সালাউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিভিন্ন মাধ্যমে সেলিমের পদত্যাগের বিষয়টি শুনেছি। কিন্তু তার পদত্যাগপত্র আমি এখনও পাইনি।’

আরো পড়ুন