তিতাসে মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা ইয়াসমিন

মোঃ জুয়েল রানাঃ আগামী ৩১ মার্চ চুর্থত ধাপে অনুষ্ঠিতব্য কুমিল্লা তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিতাস উপজেলার মানুষের মাঝে এবং নির্বাচনী আমেজ সৃষ্টি করেছেন বৃদ্ধ, নারী-পুরুষ যুবকসহ সকলের মাঝে।

জানা গেছে, উপজেলার প্রতিটি এলাকায় তিনি হাটে, ঘাটে, মাঠে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে।

তার জন্য মাঠে নেমেছেন এবং কাজ করছেন এলাকার মান্যগণ্য ব্যক্তিরাও। প্রতিটি এলাকায় তিনি প্রতিদিন গণসংযোগ করছেন এবং ইউনিয়নের প্রতিটি গ্রামে নেতাকর্মী ও মান্যগণ্য ব্যক্তিদের সঙ্গে করছেন মতবিনিময় সভা। শুধু তাই নয় তরুণ ছাত্র সমাজের মাঝেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদা।

আজ ১৮ মার্চ সোমবার বেলা ১২:০০ টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার জগতপুর ইউনিয়নে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদা ইয়াসমিন গণসংযোগ চালাচ্ছেন। তিনি ওই সময় বিভিন্ন ভোটারদের কাছে পরিচয় তুলে ধরে বলেছেন, কোন ধরনের লোভ-লালসার বশীভূত হয়ে তিনি নির্বাচনে প্রার্থী হননি বরং গরীব-দুঃখী, মেহনতি মানুষের সেবা করে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার নির্বাচনী প্রতীক ফুটবল। তাই ফুটবল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, ফরিদা ইয়াসমিন তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের মৃত মমতাজ উদ্দিন (কাইল্লা আমিন) এর কন্যা এবং বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো: মহিউদ্দিন মহির স্নেহধন্য খালাতো বোন। এছাড়াও তিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের দুই দুইবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য, তিতাস উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জরিত রয়েছেন।

আরো পড়ুন