দাউদকান্দিকে জেলা করা হবে: সুবিদ আলী ভূইয়া

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা-১ আসনের মহাজোট (নৌকা) থেকে মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া বলেছেন, যদি আবারও এমপি নির্বাচিত হতে পারেন তাহলে দাউদকান্দি-মেঘনা উপজেলার তার স্বপ্নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। সাংবাদিকরা জাতির বিবেক আপনাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারেন।

সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলা সদরে ডি কে ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুবিদ আলী ভূইয়া বলেন, আমি জনগণের ভোটে তৃতীয়বার নির্বাচিত হলে দাউদকান্দিকে জেলা ঘোষণা করা হবে, মেঘনা গোমতী, কাঠালিয়া, কালাডুমুর, খিড়াই নদী খনন করা হবে, দাউদকান্দি মেঘনার বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত করা হবে, নতুন করে মেঘনায় অনেক সড়ক পাকা করা হবে, দাউদকান্দিকে শিল্পাঞ্চল ঘোষণা করা হবে, মেঘনায় একটি খাদ্যগুদাম করা হবে।

তিনি সাংবাদিকদের আরও বলেন, আমি উন্নয়নে বিশ্বাসী, উন্নয়ন করা আমার এবং আমার সরকারের কাজ। শেখ হাসিনার সরকার দেশ আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে যার কারণে তিনি আজ বিশ্বনেত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সুবিদ আলী ভূইয়ার সহধর্মিণী মাহমুদা ভূইয়া ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

সূত্রঃ যুগান্তর

আরো পড়ুন