দেবিদ্বারে ৫ শতাধিক শিক্ষার্থী মাদক বিরোধী সমাবেশে মাদককে ‘না’ বলেছে

মোঃ ফখরুল ইসলাম সাগরঃ জীবনকে ‘হ্যাঁ’ বলুন, মাদককে ‘না’ বলুন- এ স্লোগানে কুমিল্লার দেবিদ্বারে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধে অভিবাভক ও শিক্ষার্থীদের সাথে মাদক বিরোধী সামাবেশ মঙ্গল বার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশন মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। উক্ত সমাবেশে ১৩ শতাধিক শিক্ষার্থী মাদককে ‘না’ বলে শপথ গ্রহণ করেছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, স্থানীয় জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, গঙ্গাম-ল রাজ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোসলে উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এস আই মোর্শেদ আলম প্রমুখ।

সমাবেশে ৫ শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক-অভিভাবকসহ এলাকার নারী-পুরুষ ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন