নগরীর গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকালে নগরীর স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসপি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান খাঁন এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ড.এ কে এম এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন, শিক্ষানুরাগী ও সমাজসেবক ফরিদ উদ্দিন সর্দার,মহানগর যুবলীগের সদস্য আলী ইকরাম তুহিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস, সিনিয়র শিক্ষক ফাতেমা আক্তার,স্থানীয় শিক্ষানুরাগী মারুফ হোসেন মুন্না,আমির হোসেন লিটন, যুবলীগ নেতা ইমরান খান জেকি।মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন গোবিন্দপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাসেম।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান খাঁন জানান, আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক। এ বিদ্যালয়ে নিম্ন বিত্ত থেকে শুরু করে অনেক ধনী পরিবারের শিশু রয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্যে আমরা নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, মডেল টেস্ট ও অতিরিক্ত ক্লাস নিয়ে থাকি। এছাড়া পাঠদানকে আনন্দময় করতে বিনোদন ব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রম চালিয়ে আসছি। সবকিছু মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের ভাল ছাত্রের পাশাপাশি ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা আন্তরিক। আশা করি এবার পিএসসি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা ভালো ফল করে বিদ্যালয়ের ঐতিহ্যকে সমৃদ্ধ করবে।

আরো পড়ুন