নগরী ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় এমপি বাহার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বিগত দশ বছরে আমার নির্বাচনী এলাকার আড়াইশ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। দেশের একমাত্র জেলা শহর কুমিল্লার শাসগাছায় ১০০ কোটি টাকা ব্যায়ে রেলওয়ে ওভারপাস নির্মাণ করেছি। গোমতী নদীর উপর ৩ টি ব্রীজ নির্মাণ করেছি। বিবিরবাজার সড়ক বন্দর সড়ক সহ গোমতী পাড়ের সড়ক উন্নয়ন করে পিকনিক স্পটে পরিনত করেছি। এভাবে সদরের সর্বত্রই পরিকল্পিত উন্নয়ন করেছি। কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিনের ৯ ওয়ার্ডের স্থায়ী নেতৃত্বের অভাবে বিগত দিনে কাংখিত উন্নয়ন হয়নি। দক্ষিন এলাকাকে নিয়ে আমার নিজস্ব পরিকল্পনা রয়েছে। ১৫৪ বছরের পুরনো শহর কুমিল্লা সিটির উত্তর অংশে ( সাবেক কুমিল্লা পৌরসভা) চাইলেও কাংখিত উন্নয়ন সম্ভব নয়। আর দক্ষিন হবে অনেকটা সম্ভাবনাময়। ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আমি আবারো এমপি নির্বাচিত হলে মহাপরিকল্পনা করে সিটির দক্ষিন অংশকে সাজাবো ইনশাল্লাহ। দক্ষিনাঞ্চলকে আধুনিক স্যাটেলাইট সিটি হিসেবে গড়ে তুলবো।

শুক্রবার রাতে চৌয়ারা মাঠে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এমপি বাহার আরো বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু মাত্র ৪৭০ কোটি টাকার রাস্ট্রীয় বাজেট দিয়ে ৭ কোটি মানুষের দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। ধ্বংসস্তপের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু সাহসী নেতৃত্বের মাধ্যেমে বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করতে উদ্যেগ নিয়েছিলেন। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পারমানবিক বিশ্বের ২৩ নম্বর দেশ হিসেবে বাংলাদেশের যে নাম লিখেয়েছি বঙ্গবন্ধু ১৯৭৩ সালে রাশিয়ার সাথে সেই পারমানবিক প্ল্যান্ট স্থাপনের চুক্তি করছিল। বঙ্গবন্ধু স্বাধীন দেশে মাত্র ৮ পাউন্ড রিজার্ভ নিয়ে আজকের পদ্মা সেতু নির্মানের জন্য জাপান সরকারের সাথে কথা বলেছিল। আকাশ জয়ের লক্ষ্যে স্বাধীনতার মাত্র দুই বছরের মধ্যে বঙ্গবন্ধু বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিল। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা আজ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করেছেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুই বিশ্বে প্রথম সমুদ্র সীমা অধিকার আইন প্রস্তাব করেছিলেন। যার কারণে অস্ট্রেলিয়ার সিডনী সাউথ ইউনিভাসিটির সমুদ্রবিজ্ঞান অনুষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীন দেশে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা ২০১৩ সালে ২৬ হাজার রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা আজ স্বাধীনতা ৪৭ বছর পর বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ করছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আজ সুইজারল্যান্ডের কাতারে দাঁড়াতো।

মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী আরফানুল হক রিফাত সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাগ্রত মানবিকতা’র সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা,অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আলকাছুর রহমান কোকা,হানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল হাই বাবলু, কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাছান,ওয়ার্ড যুবলীগের আহবায়ক আবদুল মান্নান,সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন,ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন প্রমুখ। এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলিম কাঞ্চন, ডা. বাকি আনিছ, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাইয়ুম,মহানগর যুবলীগের আহবায়ক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামী লীগের কোষাধক্ষ্য আলী মনসুর ফারুক,প্রচার সম্পাদক জহিরুল কামাল,স্বাস্থ্য বিষয়ক ডা.মোরশেদ আলম,শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ ফরিদ আল ফাত্তাহ,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেরীন সাহের, সদস্য খোরশেদ আলম,কাইয়ুম খান বাবুল, চৌয়ারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.শহিদুল্লাহ,কুসিক ২২ নং কাউন্সিলর আলমগীর হোসেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস ছাত্তার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জহিরুল হক রিন্টু,যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান পিয়াস,মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক সহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা মো.রোকন উদ্দিন।

আরো পড়ুন