নাঙ্গলকোটে আগুনে পুড়ল ৬ টি দোকানঘর, কোটি টাকার ক্ষতি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য, আটঘরা , চৌমুড়ী বাজারে শনিবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।। এতে আগুনে ৬ টি দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার রাত অনুমানিক ৯টার দিকে শ্রীহাস্য, আটঘরা,চৌমুড়ী বাজারের মাইন উদ্দিনের মুদি দোকানে বিদ্যুৎ সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ক্ষনিকের মাঝে আগুন চারদিকে চড়িয়ে পরে। দীর্ঘ সময় চেষ্টার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন ৬ টি দোকান ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত আবিদ স্টোরের জসিম উদ্দিনের মুদি দোকান পুড়ে গেছে। তিনি জানান,নগদ ৫ লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। তোফায়েল হোসেনের ইলেকট্রনিক দোকান পুড়ে গেছে। তার নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আব্দুল মন্নানের মুদি দোকান পুড়ে গেছে। প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শাহাজানের ওষধ দোকান। নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। মনোরনজন দাসের ওয়াস দোকান। এতে প্রায় ২ লাখ টাকার কাপড় পুড়ে গেছে।

কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি ৪ এর ব্যবস্থাপক মো: শহীদ উল্লাহ বলেন- আগুন লাগার সংবাদ পাওয়ার পর বিদ্যুত সংযোগ বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন-আগুন লাগার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরির্দশন করেছি।

আরো পড়ুন