নাঙ্গলকো’টে ইট ভাটা থেকে এক কি’শোর শ্রমি’কের লা’শ উদ্ধার

মো: ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউপির চেয়ারম্যান আবুল কালামের ইট ভাটা থেকে এক কি’শোর শ্রমিকের লা’শ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কিশোর শ্রমিক নোয়াখালী জেলার সুবর্ণসর (জয়জব্বর) উপজেলার উত্তর বাঙ্গরা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে সালাউদ্দিন (১৬)।
কর্মরত শ্রমিকরা জানায়, রোববার সকাল ১০ টার দিকে সালাউদ্দিন হঠাৎ মাটিতে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার ইসিজি করে ওই কিশোর শ্রমিককে মৃ’ত ঘোষনা করে।

এই ছাড়াও ওই ইট ভাটায় আরও শিশু ও কি’শোর শ্রমিক দিয়ে ভাটার কাজ চলছে।

যা শিশু আইন লঙ্গন। এই বিষয়ে কিশোর শ্রমিকের মা নুর জাহানারা বেগম বলেন, আমার কোন শ’ক্র নেই, কি ভাবে ছেলেটার মৃ’ত্যু হয়েছে তা অজানা?

নিহতের বড় ভাই আলাউদ্দিন বলেন, হঠাৎ করে ছোট ভাই মাটিতে পড়ে,এরপর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে ঘোষনা করে।

এই বিষয়ে নাঙ্গলকোট থানার সেকেন্ড অফিসার মো ফরিদ জানায়, এই বিষয়ে নিহ’তের ভাই বাদী হয়ে একটি অপমৃ’ত্যু মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃ’ত্যু কারন যানা যাবে।

আরো পড়ুন