নাঙ্গলকোটে এক ইউপি সদস্যের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

মো.ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির ৭ নং ওয়ার্ডের এক ইউপি সদস্যের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে এনে কুকুরিখিল গ্রামের আব্দুল হক মজুমদারের ছেলে আব্দুল হান্নান মজুমদার উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তারের নিকট গতকাল মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০০৫ সালে কুকুরিখিল গ্রাম থেকে গাসিয়াল পর্যন্ত প্রায় এক কিলোমিটার একটি নতুন রাস্তা নির্মাণ করে ইউনিয়ন পরিষদ। নির্মাণ করার পর থেকে রাস্তাটির নামে টিআর,কাবিটা, কর্মসৃজন প্রকল্প দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন জসিম উদ্দিন মোল্লা। গত ৯ বছরেও রাস্তাটির বারবার বরাদ্ধ এনেও কোনো উন্নয়ন দেখা যায়নি। স্থানীয়রা জানান, ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা এই রাস্তাটির নামে ৩-৪ বার বরাদ্ধ এনেছে। কিন্তু তেমন কোনো উন্নয়ন হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা বলেন, আমি মোবাইল ফোনে কোনো বক্তব্য দিবনা। আপনারা আমার সাথে দেখা করেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখবো।

আরো পড়ুন