নাঙ্গলকোটে দুই শ্রমিকের মৃত্যু

মোঃ ওমর ফারুকঃ কুমিল্লা নাঙ্গলকোটে গতকাল মঙ্গলবার পৌর সদরের চৌগুরী গ্রামে শাহাজাহানের বিল্ডিং ঘরের সেফটি টাংকি পরিস্কার করার সময় গ্যাসে ধম বন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন , চৌগুরী গ্রামের হাবিব উল্লার ছেলে আবুল কালাম (২০),নাওগোদা গ্রামের আবুল কাসেমের ছেলে ইয়াছিন (২১)। গৃহকর্তা শাহাজানের স্ত্রী নয়ন মনি বলেন, তার নতুন বিল্ডিং ঘরের সেফটি টাংকি পরিস্কারের কাজে ৫/৭ জন শ্রমিক নিয়মিত কাজ করতো, আজকে ৫ জন শ্রমিক কাজ করছিল। আমরা পুরাতন বাড়ীতে থাকি। নাস্তার সময় হলে তাদেরকে নাস্তার দিয়ে আসি। মঙ্গলবার প্রায় আনুমানিক ৪ টার দিকে বাকী শ্রমিকরা চিৎকার করতে থাকলে তখন গিয়ে দেখি দুই শ্রমিককে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছে।

নাঙ্গলকোট উপজেলা সরকারী হাসপাতালের দায়িত্বরত ডাক্তার বেলায়েত হোসেন বলেন,ওই দুই শ্রমিক হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। এই বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপি এম বলেন,লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।

আরো পড়ুন