নারীদের আত্মকর্মশীল করতে বর্তমান সরকার সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে- এড. টুটুল

নিজস্ব প্রতিবেদকঃ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি’র আওতায় নিবন্ধিত জেলে পরিবারের ২০ নারী সদস্যকে ব্লক বাটিক ও পোশাক তৈরী বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ। ইউজিডিপি, স্থানীয় সরকার ও জাইকা সহযোগিতায় ১৫দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের আড়াইওড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল। উত্তর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, প্রশিক্ষণ বাস্তবায়ন বিভাগের কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. ইকবাল হোসেন। জাইকার প্রকল্প কর্মকর্তা রিপন আচার্যের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার মো. আসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এড. আমিনুল ইসলাম টুটুল বলেন, নারী ক্ষমতায়ন এবং নারীদের আত্মকর্মস্থান বৃদ্ধির লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। পরিবারের সকল চাহিদা মেটাতে এক জনের উপর আয়ের ভার দেয়া ঠিক নয়। পরিবারের সকলেই যদি আত্মকর্মশীল বা কর্মঠ হয়, তাহলে সে পরিবারের আর কখনো অভাব থাকবে না। তাই সকলেই নিজেকে আত্মশীল কর্মজীবি হিসেবে গড়ে তোলা দরকার। এরপর ব্লক বাটিক ও পোশাক তৈরী বিষয়ক প্রশিক্ষণের অংশগ্রহণ করা ২০ নারীকে প্রশিক্ষণ সার্টিফিকেট ও নগর অর্থ প্রদান করা হয়।

আরো পড়ুন