নিয়োমিত খেলাধূলা করলে শরীর, স্বাস্থ্য ও মন ভালো থাকে – আবদুল মতিন খসরু এমপি

মো. জাকির হোসেন ।। সাবেক আইন বিচার ও সংসদ বিয়ষক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি বলেন, নিয়োমিত খেলাধূলা করলে শরীর স্বাস্থ্য ও মন সবাই ভালো থাকে। যারা নিয়োমিত খেলাধূলা করে তাঁরা কোন অপরাধের করতে পারে না। তাই সকলকে নিয়োমিত খেলাধূলা করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম হাজী মোজাফফর আলী স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন। ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেনের আয়োজনে খেলায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ অহিদুর রহমান মাষ্টার। খেলায় ভবানীপুর ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে বুড়িচং সদর ফুটবল একাদশ বিজয়ী হয়।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবুল হাসেম খাঁন। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এম.এ. মতিন এমবিএ, সাইফুর রহমান রোপন, মশিউর রহমান, ডাঃ তফাজ্জল হোসেন, এরশাদুল হক ভূইয়া মেম্বার, ফরহাদ আহমেদ, মাহবুবুর রহমান সুমন, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, রাজিব হাসান, সেন্টু, সুমন, ছোলাইমান, মাহাবুবুর রহমান সেলিম প্রমূখ। খেলে শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার আপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় ধারাভার্স প্রদান করেন শাহ মোঃ সানি।

আরো পড়ুন