পুলিশ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ অপরাধমুক্ত হবে-কুমিল্লায় আইজিপি

নিজস্ব প্রতিবেদকঃ মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন পুলিশ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ অপরাধমুক্ত হবে। সাংবাদিকরা তাদের পেশার প্রতি যতটা দায়িত্বশীল পুলিশ যদি ততোটা দায়িত্বশীল হতো তাহলে অপরাধ দমনে আরো সফলতা আসতো। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। শুক্রবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম (বার) এসব কথা বলেন। কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার)পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম। সিএমপি কমিশনার মাহবুবুর রহমানসহ চট্রগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং সর্বস্তরের কর্মকর্তাগন। এতে মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ,পুলিশ লাইন্সে নবনির্মিত“মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ ভবন,১৫ তলা বিশিষ্ট আবাসিক টাওয়ার ভবন”এর ভিত্তি প্রস্থর স্থাপন এবং পুনাক সভাপতি মিসেস হাবিবা জাবেদ, মুক্তিযোদ্ধা ১২ বীরঙ্গনাকে সম্মাননা প্রদান করেন, সন্ধ্যায় দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন