বুড়িচংয়ে অটোরিক্সার চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ শনিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরা অলিপুর সড়কের দক্ষিন ঘোষনগর (রুপসাগর) গ্রামে সোলায়মান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সোলামান ঘোষনগর (পূর্ব নারায়নসার) এলাকার আবুল কালামের ছেলে। সে করিমাবাদ জান্নাতুল ফেরদৌস হাফেজিয়া মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানায়, শনিবার বিকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার অলিপুর সড়কের ময়নামতি পাবলিক স্কুলের সামনের কালভার্টের উপর এ দুর্ঘটনা ঘটে। অলিপুরগামী ঘাতক আটো চালক সদর উপজেলার অলিপুর গ্রামের তাজু মিয়া বেপরোয়া গতিতে অটোরিক্সাটি চালিয়ে যাচ্ছিল। এসময় অটোরিক্সা চালক কালভার্টের কাছে সড়কের ওপর দাড়িয়ে থাকা সোলায়মানের উপরে তুলে দেয়। শিশুটির বুকের ওপর দিয়ে পেছনের একটি চাকা উঠে গেলে গুরুতর আহত হয় শিশুটি। শিশুটির মা ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।

স্থানীয় দেবপুর ফাঁড়ি পুলিশের এস আই শাহিন কাদির ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে নিহতের পরিবার শনিবার রাতে বুড়িচং থানায় একাটি অভিযোগ দায়ের করেন।

আরো পড়ুন