বুড়িচংয়ে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মীদের উপর হামলার ঘটনায় ৩৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বুড়িচংয়ে নৌকার মিছিল থেকে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খাঁনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনসহ মোট ৩৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইঞ্জিনিয়ার বাছির খাঁনের ছোট ভাই মোঃ অলিউর রহমান খাঁন (২৫) বাদী হয়ে রোববার রাতে বুড়িচং থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং ১১, তারিখ ১০/০৩/২০১৯ইং। মামলার আসামীরা হলেন- মোঃ জালাল (৩২), মোঃ জিলানী (৩৫), মোঃ রানা (৩৩), মোঃ জহির (২৬), মোঃ রিপন (২৭), মোঃ রাজিব (৩০), মোঃ হাসান(২৮), মোঃ রাকিব (৩২), মোঃ স্বপন (৩০), মোঃ ইকবাল (৩৩), মোঃ তানভীর (৩০), মোঃ মিঠু (২৫), মোঃ রিয়েল (২৫), মোঃ জালাল (২৬), মোঃ ফারুক হোসেন মেম্বার (৩৫), মোঃ জামাল হোসেন (৩৬), মোঃ রতন (৩২), আমির হোসেন (৩০), মোঃ ইব্রাহিম(৩০), মোঃ তানজিল হাসান লেলিন (২৬), মোঃ মেহেদী হাসান (৩৫), মোঃ রাকিব (২১), মোঃ আসিফ হোসেন (৩২), মোঃ মোস্তাফিজুর রহমান (২৫)।

এদিকে গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় বুড়িচং সরকারী হাসপাতাল এলাকায় আখলাক হায়দার সমর্থিত কর্মী হরিপুর গ্রামের এনামুল হক শান্তের উপর হামলা চালিয়েছে নৌকার সমর্থকরা। এসময় হামলাকারীরা শান্তকে পিটিয়ে আহত করে। আহত শান্ত বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। হামলার শিকার শান্ত দায়েরকৃত মামলার স্বাক্ষী বলে জানা যায়। এ ঘটনায় পুনরায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্র জানান।

আরো পড়ুন