বুড়িচংয়ে ইয়াবা ও ভারতীয় শাড়ী সহ আটক ২

বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ গতকাল শনিবার ভোরে উপজেলার কংশনগর এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৩শ’ ২৪ পিস ভারতীয় শাড়ি-কাপড়সহ মোঃ মজিবুর রহমান (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে।

দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মঞ্জুর কাদের ভূইয়া জানান, দেবপুর পুলিশ ফাঁড়ীর এ.এস.আই মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে টহলে থাকালীন ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে পিকআপ যোগে ভারতীয় শাড়ী কাপড় পাচার হচ্ছে। এ সংবাদের এএসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর-নিমসার সড়কের কংশনগর ঈদগাহ এলাকায় রাস্তায় ব্যারিক্যাড দিয়ে নিমসারগামী হলুদ রংয়ের একটি পিকআপ (ঢাকা মেট্টো-ন ১৫-১০৫৭) আটক করে। পুলিশ পিকআপটি তল্লাসী চালিয়ে ভারতীয় শাড়ি-কাপড় দেখতে পায়। এসময় পিকআপে থাকা চালক শাড়ি-কাপড়ের কোন বৈধ্য কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয়। পরে পুলিশ চালকসহ পিকআপটিকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে। এসময় আটকৃত পিকআপ তল্লাসী চালিয়ে ৩শ’ ২৪ পিচ ভারতীয় শাড়ি-কাপড় উদ্ধার করে। আটককৃত শড়ি-কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে পুলিশ জানায়। আটককৃত পিকআপ চালক মজিবুর রহমানের বাড়ী দেবিদ্বার উপজেলার এলাহাবাদ (তামশামার বাড়), সে মৃত জব্বার আলীর ছেলে। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে পিকআপ চালক জানান, বুড়িচং উপজেলার নিমসার এলাকার সাইফুল ইসলাম ও কোতয়ালী থানাধীন চকবাজার এলাকার নূরে আলম এর মাধ্যমে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে বি-বাড়ীয়া জেলাধীন কসবা থানাধীন ভারতীয় সীমান্ত দিয়ে চোরাচালনের মাধ্যমে শাড়ি-কাপড় গুলি আনা হয়েছে। এ বিষয়ে পুলিশ বুড়িচং থানায় একটি মামলা দায়ের পূর্বক আটককৃত আসামীকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

অপরদিকে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ শুক্রবার ভোরে উপজেলা সদরের বিজয়পাড়া এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত পিস ইয়াবাসহ কুক্ষ্যত মাদক ব্যবসায়ী মোঃ কামরুল’কে আটক করেছে।

কুমিল্লার বুড়িচং থানা পুলিশ শুক্রবার ভোরে উপজেলা সদরের বিজয়পাড়া এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত পিস ইয়াবাসহ কুক্ষ্যত মাদক ব্যবসায়ী মোঃ কামরুল’কে আটক করেছে।  পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ওসি (তদন্ত) সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর পূর্বপাড়া (বিজয়পাড়া) এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার তবদুল মিয়ার ছেলে কামরুল (২৬) এর ঘরে অভিযান চালিয়ে অর্ধশত পিস ইয়াবাসহ কামরুলকে আটক করে। আটককৃত কামরুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক চুরির ঘটনার সাথে জড়িত আছে বলে জানা যায়। পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

আরো পড়ুন