বুড়িচংয়ে কোরআন শরীফ পুড়ে ফেললো এক মাদকসেবী

বুড়িচং সংবাদদাতাঃ কুমিল্লার বুড়িচংয়ের বারেশ্বর গ্রামে রোববার রাতে জয়নাল আবেদীন (৩৫) নামের এক মাদকসেবী পরিবারের কাছে মাদক ক্রয়ের টাকা না পেয়ে প্রতিবেশীর ঘর থেকে দু’টি কোরআন শরীফ এনে আগুণে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। এঘটনায় পুলিশ রাতেই ওই মাদকসেবীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সোমবার তাকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর উত্তর পাড়ার মৃত রেহান উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন রোববার রাতে পরিবারের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয়ে সে প্রতিবেশী হালিমের ঘর থেকে দু’টি কোরআন শরীফ এনে একটি ওরায় খড়সহ রেখে আগুণ ধরিয়ে দেয়। বিষয়টি প্রতিবেশীরা দেখে আগুণ নিভিয়ে ফেলে। স্থানীয়রা এসময় বুড়িচং থানায় জানালে এসআই ইমাম হোসেন জয়নাল আবেদীনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে এসআই সফিকুল ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ মাদক আইনে মামলা করে। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠিয়ে দেয়।

আরো পড়ুন