বুড়িচংয়ে ছাত্রদল নেতার দোকান থেকে উদ্ধার হওয়া ৭টি বোমা নিস্ক্রিয় করেছে র‌্যাব

বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচংয়ে ছাত্রদল নেকা আবদুল আলিমের দোকান থেকে উদ্ধার হওয়া ৭টি বোমা গতকাল দুপুরে নিস্ক্রিয় করেছে র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী দল।

পুলিশ জানায়, বুড়িচং সদরের আগানগর এলাকার রিয়া সেনিটারী নামে একটি দোকানে অভিযান চালিয়ে ৭টি হাত বোমা উদ্ধার করে। এ ঘটনায় দোকানের মালিক উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর গ্রামে আবদুল রেজ্জাক ড্রাইভারের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল আলিমকে আটক করে র‌্যাব।

আদালতের নির্দেশে গতকাল সোমবার ঢাকা থেকে ডি.এ.ডি মোঃ রায়হান আলীর নেতৃত্বে ৭ সদস্যের একটি বোমা নিস্ক্রিয়কারী দল আসে। দুপুর ১ টায় বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিস্ক্রিয় করার জন্য নেয়া হয় বোমাগুলি। প্রায় ১ ঘন্টা বিভিন্ন প্রক্রিয়া শেষে দুপুর ১ টা ৫৫ মিনিটে ব্যাপক বিস্ফোরণের মাধ্যমে ৭টি বোমা নিস্ক্রিয় করা হয়। এসময় বুড়িচং থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার দে, এস আই ইয়াসিনসহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন