বুড়িচংয়ে পুলিশের পৃথকপৃথক অভিযানে ৪জন মাদক ব্যবসায়ী আটক

মো.জাকির হোসেন: কুমিল্লার বুড়িচং থানাপুলিশ বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২হাজার ২শত ৫০পিছ ইয়াবা ট্যাবলেট,১শত ১৩ বোতল ফেন্সিডিল,৮কেজি গাজাসহ ৪ জনমাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে ।আটক মাদক ব্যবসায়ীদের বিরোদ্ধে মাদকবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত র্কমকতা (ওসি) মনোজকুমার দে জানায়,বুধবার,রাতে,বুড়িচং থানার,এসআই মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় র্ফোসসহ উপজেলার ভরাসার বাজারে অভিযান চালিয়ে পয়াত-গামী একটি যাত্রাবাহী সিএনজির এক যাত্রীর দেহ তল্লাশী করে মোট ৭শত৫০পিছ ইয়াবাট্যাবলেট ও ১শত পিছ ফেন্সিডিল উদ্ধার করে।আটক কৃত হল কুমিল্লার উত্তর জামবাড়ী গ্রামের মৃত-ময়নাল হোসেনের ছেলে মো: ফারুকমিয়া(৩৭)।

একই রাতেএসআই মোহাম্মদ কামালউদ্দিন,এএসআই মো: সজিব হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়নের হিন্দুরী ব্রীজ এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করার সময় কুমিল্লা গামী যাত্রীবাহী সিএনজিতে তল্লাশী চালিয়ে ১৫শত পিছ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক কৃতরা হল জেলার বি-পাড়া উপজেলার উত্তর তেতা ভূমি গ্রামের জহিরুল ইসলাম(২৫)একই উপজেলার শশীদল গ্রামের মফিজূল ইসলামের ছেলে আসাদুর রহমান প্রকাশ সাইদুল (২৮)।একই রাত সোয়া ৩টায় থানার এসআই মোহাম্মদ ইয়াছিন মিয়া,এএসআইসজিব হোসেন সঙ্গীয় র্ফোসসহ গোপনসংবাদের ভিত্তিতে উপজেলার শংকুচাইল গ্রামেঅ ভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো: পারভেজ (২৯)কে আটক করে । পারভেজ শংকুচাইল  দক্ষিণ পাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ।আটক কৃতদের বিরোদ্ধে বুড়িচং থানা পৃথক পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার দুপুরের মাদক ব্যবসায়ীদের কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

আরো পড়ুন