বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানব বন্ধন

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কুমিল্লার বুড়িচং শাখার উদ্যোগে ৯মার্চ ২০১৪সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে পূর্ননিধারনের ৭ দফা দাবীতে বুড়িচং উপজেলা পরিষদ কমপ্লেক্সে শহীদ মিনারের সামনে ৮শতাধীক সহকারী শিক্ষক বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘন্টা ব্যাপীক এক মানব বন্ধন কর্মসূচি পালন করে।মানব বন্ধন শেষে শিক্ষক নেতা গন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের মাধ্যমে একটি স্মরক লিপি প্রধান মন্ত্রী বরাবর প্রদান করেন।

বক্তারা মানব বন্ধনে তাদের ৭দফা দাবী আদায়ের লক্ষে বক্তব্য রাখেন।

দাবী সমূহ হল ৯মার্চ ২০১৪সাল থেকে সহকারি শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে পূর্ননিরাধন,নারী পুরুষ নির্বিশেষে সহকারি শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি নিধারন করা,সহকারি শিক্ষক পদকে ফিডার পদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতি চালু করা,সি.ইন.এড/ডিপিএড/বি.এড সহ সকল উন্নীত স্কেলে শিক্ষকদের বেতন উচ্চ ধাপে নিধারন করা,সহকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের উচ্চতর ও উন্নততর যোগ্যতার জন্য অগ্রিম বেতন বৃদ্ধির বিধান চালু করা,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরী নন ভ্যাকেশনাল হিসাবে স্বীকৃতি প্রদান করা সহ আরো বিভিন্ন দাবী দাওয়া ।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সহকারি শিক্ষক সমিতির সহ-সভাপতি মো:জাহাঙ্গীর আলম,আইন বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম,মো: আমিনুল ইসলাম,মো: ইকবাল হোসেন,মো: আমির হোসেন,মো: জানে আলম,আবদুল হান্নান,মো: শহীদুল ইসলাম,তারিফ আবদুল্লাহ,সাজ্জাদ কবির,আবদুল হাই,নুরে আলম,শ্যামল মিয়া, মো: ওসমান খাঁন, মাসুদুর রহমান খাঁন, মিজানুর রহমান ,আবদুল গফুর, আতিকুর রহমান, আয়েশা আক্তার, পাপিয়া সুলতানা,নাজমা আক্তার,হাবিবা কানন ও মোশারফ হোসেন প্রমুখ।

আরো পড়ুন