বুড়িচংয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

মো.জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রাট ইমরুল হাসান। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেন।

সোমবার দুপুরে বুড়িচং উপজেলা সদর বাজারে বিভিন্ন হোটেল, ইফতার সামগ্রী বিক্রয়ের দোকান, মুদি মালের দোকান, মাছের আড়ৎ, মুরগী বিক্রয়ের দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালান বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রাট মোঃ ইমরুল হাসান। অভিযানে জব্বার স্টোর দোকানে বি.এস.টি আই অনুমোদন বিহীন মালামাল পওয়ায় ২ হাজার টাকা, মাওয়া স্টোরে সেমাইয়ের প্যাকেটে তেলাপোকা পাওয়ায় ১ হাজার টাকা, আবু তাহেরের ইফতার সামগ্রী অপরিচ্ছন্ন থাকায় ১ হাজার টাকা, জসিম এন্টারপ্রাইজ দোকানে মেয়াদ উর্ত্তীন বিস্কুট রাখায় ৫ শ’ টাকা জরিমানা করে তা আদায় করেন। বাজারে যানজট লাগানোর কারণে একটি মিনি পিকআপয়ের কাগজপত্র জব্দ করেন। এছাড়া বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা পরিদর্শন ও ছোট-খাট অনিয়মকারীদের সতর্ক করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা খাদ্য পরিদর্শক নাসরিন আক্তার, বুড়িচং থানা পুলিশের টিম, বাজার পরিচালনা কমিটির সদস্য সমর মিত্র।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, পবিত্র রমজান মাসে এই অভিযান অব্যহৃত থাকবে।

আরো পড়ুন